মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : ১৯ জুলাই ২০২২খ্রি. রাঙামাটি পার্বত্য জেলার লংগদু থানা বার্ষিক পরিদর্শন করেন রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মীর মোদ্দাছ্ছের হোসেন । পুলিশ সুপার মহোদয় থানার ব্যবহৃত মালামাল, অস্ত্রাগার, মালখানা ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় গুলশাখালী পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেন। এসময় রাঙামাটি পুনাক সভানেত্রী মিসেস আফরিন নাহার সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।