
বেরোবি প্রতিনিধিঃ পাহাড়-সমতলে আদিবাসীদের উপর নিপীড়ন, রাঙ্গামাটির লংগদুতে আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার প্রতিবাদে সোমবার দুপুর ১২টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট শাখা।
সংগঠনের সভাপতি যুগেশ ত্রিপুরার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুহুল আমিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা শাখার কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্যসচিব মৌসুমী আক্তার মৌ, বেরোবি শাখার সাংগঠনিক সম্পাদক অনুপম রায়, দপ্তর সম্পাদক সুমন রায়, অর্থ সম্পাদক রিনা মুরমু প্রমুখ।
যুগেশ ত্রিপুরা বলেন, বর্তমান ও অতীতে সকল সরকারই পাহাড়-সমতলে আদিবাসীদের ন্যায্য দাবি উপেক্ষা করে আসছে। এই সুযোগে সরকারের ছত্রছায়ায় স্বার্থান্বেষী মহল পাহাড়ি জনগণের উপরে নানামুখী শোষণ-নিপীড়ন অব্যাহত রেখেছে। এসব নিপীড়নের বিরুদ্ধে ছাত্রসমাজসহ বাম-প্রগতিশীল শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
এ-সময় অন্যান্য নেতৃবৃন্দ লংগদুতে আদিবাসীদের দুই শতাধিক ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যার ঘটনায় তীব্র নিন্দা এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।