
সম্প্রতি ‘ইন্ডিয়া কোচার উইক ২০১৯’-এ ফাল্গুনি ও শেন পিককের ডিজাইনকৃত পোশাক পরে র্যাম্পে হাঁটেন নবাবনন্দিনী সারা আলি খান। কারুকাজশোভিত অফ-হোয়াইট লেহেঙ্গায় অপরূপ সেজেছিলেন সারা। দর্শকসারিতে বসেছিলেন তাঁর ‘ক্রাশ’ কার্তিক আরিয়ান ও ভাই নবাবজাদা ইব্রাহিম আলি খান। মজার ব্যাপার হলো, পাশাপাশি বসে কার্তিক ও ইব্রাহিম সারাকে উৎসাহ জুগিয়েছেন।
পাশাপাশি বসে কার্তিক ও ইব্রাহিম মুগ্ধ হয়ে দেখেছেন সারার র্যাম্পে হাঁটার দৃশ্য। করতালি দিয়েছেন। সেই অভূতপূর্ব দৃশ্যের ভিডিও এখন অন্তর্জালে ভাইরাল। দর্শকসারির প্রথম লাইনে বসেছিলেন তাঁরা। বোঝাই যাচ্ছে, কার্তিক ও ইব্রাহিমের সম্পর্কও বেশ ভালো।
দেখুন ভিডিওটি :
নবাবজাদি সারা আলি খান ও কার্তিক আরিয়ানের সম্পর্ক নিয়ে বলিউডে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে। সারা প্রকাশ্যেই কার্তিকের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জোর গুঞ্জন, তাঁদের ঘনিষ্ঠতা আরো জোরদার হচ্ছে। ভক্তদের চোখে, তাঁদের প্রিয় যুগল সারা-কার্তিক।
যদিও সারা ও কার্তিক দুজনই প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করে আসছেন। তবে তাঁদের রসায়ন যে চমৎকার, তার প্রমাণ অন্তর্জালে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবি। দুজন নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যুগল ছবিও পোস্ট করেন। একে অপরকে দেন আদুরে খুদে বার্তাও।
নির্মাতা-প্রযোজক করণ জোহরের জনপ্রিয় ও বিতর্কিত টেলিভিশন শো ‘কফি উইথ করণ’-এ বাবা সাইফ আলি খানের সামনে সারা বলেছিলেন, কার্তিক আরিয়ান তাঁর ক্রাশ, একসঙ্গে কফি ডেটে যেতে রাজি। সেই থেকে তাঁদের প্রেম নিয়ে জল্পনার শুরু। ‘সোনু কে টিটু কি সুইটি’ সিনেমা দিয়ে প্রচারের আলোয় আসেন কার্তিক। সর্বশেষ ‘লুকাচুপি’ও বক্স অফিসে হিট করে।
ওই শোর পরেই ঘোষণা আসে, লেখক-নির্মাতা ইমতিয়াজ আলির ‘লাভ আজকাল’ ছবির সিক্যুয়ালে জুটি বাঁধছেন সারা ও কার্তিক। একাধিক ভাগের শুটিংও করেছেন দুজন। ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে এ ছবি। এ ছবির প্রথম কিস্তি মুক্তি পায় ২০০৯ সালে, যেখানে প্রধান চরিত্রে ছিলেন সারার বাবা সাইফ আলি খান ও দীপিকা পাড়ুকোন। সূত্র : ইন্ডিয়া টিভি