sliderস্থানীয়

র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৬ লাখ টাকা জরিমানা

মোঃ মাসুদ, কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকার কেরাণীগঞ্জে ও শ্যামপুর এলাকায় ৫টি অনুমোদনহীন নকল পণ্য উৎপাদন,মজুদ ও বিপণন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৬ লক্ষ টাকা জরিমানা করেছে র‍্যাব-১০ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সোমবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানা ও শ্যামপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিএসটিআই এর প্রতিনিধিদের সঙ্গে নিয়ে র‍্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন ও নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরির জন্য মইন কনজুমার প্রডাক্টস’কে নগদ ১ লক্ষ টাকা, জেনেরিক এগ্রো’কে নগদ ৪ লক্ষ টাকা, মেসার্স শহীদ মেলামাইন’কে নগদ ২ লক্ষ টাকা, সেতু প্লাস্টিক’কে নগদ ৪ লক্ষ টাকা ও মেসার্স রয়েল ড্রয়িং এন্ড কপার ওয়ার’কে নগদ ৫ লক্ষ টাকা করে জরিমানা করা হয় এছাড়াও প্রায় দুই লক্ষ টাকার নকল পণ্য ধ্বংস করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button