sliderস্থানীয়

রৌমারীতে সাংবাদিকদের সাথে র‍্যাব-১৪ মতবিনিময়.

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রৌমারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন র‍্যাব-১৪ ময়মনসিংহ। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর দুপুর ২ টায় রৌমারী উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মহিবুল ইসলাম খান বিপিএম অধিনায়ক র‍্যাব-১৪ ময়মনসিংহ, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবরার ফয়সাল সাদী, মোঃ মমিনুল ইসলাম সহকারী পুলিশ সুপার রৌমারী সার্কেল, মুশাহেদ খান ওসি তদন্ত ও রৌমারী,রাজিবপুর ও কুড়িগ্রাম জেলার সাংবাদিকবন্দ।

এতে বক্তব্য রাখেন, সুজাউল ইসলাম সুজা সভাপতি রৌমারী প্রেসক্লাব, শওকত আলী সাধারণ সম্পাদক উপজেলা প্রেসক্লাব, শফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব, এসএম সাদিক হোসেন ভোলা সদস্য রৌমারী প্রেসক্লাব, কুদ্দুস বিশ্বাস সভাপতি রাজিবপুর প্রেসক্লাব, সোহেল রানা স্বপ্ন সাংবাদিক ইত্তেফাক।

মতবিনিময় সভায় র‍্যাব অধিনায়ক মহিবুল ইসলাম খান বলেন, র‍্যাব শুরু থেকেই সন্ত্রাস, নাশকতা, মাদকসহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলের কাজ করে যাচ্ছে। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, নির্বান কমিশনারের নির্দেশনা মোতাবেক প্রতিটি আসনে সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচনের লক্ষে সকল বিষয়ে সজাগ থাকতে হবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অপরাধ প্রতিরোধে র‍্যাব সবোর্চ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং সাংবাদিকদের তথ্য আদান প্রদানসহ ঝুকিপুর্ন পেশাগত দায়িত্ব পালনে র‍্যাবের সহযোগীতা থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button