sliderজাতীয়শিরোনাম

রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধে মিয়ানমারের প্রতি বাংলাদেশের বৌদ্ধদের আহ্বান

বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় আজ রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় এক মানববন্ধনের আয়োজন করে, এতে সংগঠনের মুখ্য সমন্বয়কারী অশোক বড়ূয়া লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি বলেন, ‘একটি অশুভ শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের শান্তি প্রিয় নিরীহ বৌদ্ধদের বিরুদ্ধে বিভ্রান্তি সৃষ্টি করছে।’
অশোক বড়ূয়া বলেন, বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক ও সহিংস কর্মকান্ডকে সমর্থন করে না। সংগঠনের আহ্বায়ক মিয়ানমার সরকার এবং তার জনগণকে অহিংসভাবে এই বিষয়টি মিমাংসা করার আহ্বান জানান।
তিনি বলেন ‘আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান সমর্থন করি’।
বড়ূয়া বলেন, বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা ঢাকায় মিয়ানমার দূতাবাসকে আগামী ১০ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি স্মারকলিপি পেশ করবে এবং এই প্রতিলিপি জাতিসংঘের স্থানীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামে পাঠাবে। বাসস।

Related Articles

Leave a Reply

Back to top button