রেজিয়া খাতুন মেমোরিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি :কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের রেজিয়া খাতুন মেমোরিয়াল স্কুলের ৫ম বর্ষ পদার্পণ উপলক্ষে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। রেজিয়া খাতুন মেমোরিয়াল স্কুলের মাঠ প্রাঙ্গনে অভিভাবক সমাবেশের সভাপতিত্ত করেন, কটিয়াদী সাব রেজিস্টার অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ কুতুবউদ্দিন(খোকা), প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নজরুল ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী, কটিয়াদী উপজেলা কিন্ডার গার্ডেনের উপদেষ্টা এবং বর্তমানে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্ত সঞ্চালন সমিতির সভাপতি, বর্তমান কটিয়াদী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ নাঈম, কটিয়াদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সিনিয়র সাংবাদিক বাবু রতন ঘোষ, কটিয়াদী থেকে প্রকাশিত পাক্ষিক সমাচার পত্রিকার সম্পাদক ও ভোরের কাগজের কটিয়াদী প্রতিনিধি সারোয়ার হোসেন শাহিন,উপজেলা কৃষকলীগ নেতা নুরুল হক রুহানি, কটিয়াদী উপজেলা কিন্ডার গার্ডেনের সভাপতি ও সম্পাদক, আওয়ামী লীগ নেতা ছন্দু মিয়া এবং অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানের শেষে রেজিয়া খাতুন মেমোরিয়াল স্কুলে প্রথম ভর্তি হওয়া চারজন ছাত্রীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।