sliderখেলা

রেকর্ড থেকে ১ উইকেট দূরে মোস্তাফিজ

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের রেকর্ড গড়তে আর মাত্র ‘১’ উইকেট প্রয়োজন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের লিগ পর্বের শেষ ম্যাচে ১টি উইকেট শিকার করলেই বাংলাদেশের হয়ে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হবেন ফিজ।
ওয়ানডেতে আর মাত্র ১টি উইকেট শিকারে বাংলাদেশের মধ্যে দ্রুত ৫০ উইকেট শিকারের মালিক হলেও, বিশ্বের মধ্যে সপ্তম বোলার হবেন মোস্তাফিজুর। তবে যৌথভাবে চতুর্থ স্থানে থাকবেন তিনি। চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরি রয়েছেন।
মাত্র ১৯ ম্যাচে ৫০ উইকেট শিকার করে এই তালিকায় সবার উপরে রয়েছেন শ্রীলংকার অজন্থা মেন্ডিস। দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছেন ভারতের অজিত আগারকার ও নিউজিল্যান্ডের মিচেল ম্যাকক্লেনাঘান। ২৩ ম্যাচে ওয়ানডেতে দ্রুত ৫০ উইকেট শিকার করেন তারা।
দ্বিতীয় স্থানের মতো তৃতীয় স্থানেও যৌথভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি ও পাকিস্তানের হাসান আলী। ২৪ ম্যাচে উইকেটের হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন লিলি ও হাসান।

Related Articles

Leave a Reply

Back to top button