
লোঙা খুমী, রুমা (বান্দরবান) সংবাদদাতা : রুমা উপজেলায় থানা পাড়া সংলগ্ন জেলা পরিষদ কর্তৃক নির্মিত ভবন ও ঝুলন্ত ব্রিজ জনস্বার্থে কোন কাজে আসছে না ! আজ শনিবার (১০ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায় কয়েকজন ছেলে বেলে ঝুলন্ত ব্রিজের মাঝখানে ঝুঁকিতে আড্ডা দিচ্ছে ! ঝুলন্ত ব্রিজের পাটাতন উপড়ে খুলে গিয়ে সব উঠে গেছে ! যে কোন সময় দুর্ঘটনা কবলিত পড়তে পারে বলে আশঙ্কা করছে পথচারী অনেকেই। ঝুলন্ত ব্রিজ সংলগ্ন রুমা থানা ক্যান্টিনে বাজারে ব্যবসায়ী সহ সন্ধ্যায় নামলেই পর্যটকগণ ঝুলন্ত ব্রিজের সময় কাটাতো ।
আরো পাশে দাঁড়িয়ে আছে জেলা পরিষদ নির্মিত দুতলা রেস্টহাউস দেখভাল না থাকায় অকেজো হয়ে পড়ে আছে! ওয়াকিবহাল সূত্রে জানা গেছে, মহামারী করোনা কালীন সময়ে নিরাপত্তা স্বার্থে কিছু পুলিশ সদস্য আশ্রয় নিলেও বর্তমানে ভবনটি অকেজো অবস্থা পড়ে আছে! অনেকেই বলছেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অধিন্থ পরিচালনা করায় স্থানীয় প্রশাসন (প্রতিনিধি) রা আমলে নিচ্ছে না । ভবনটি লিজ নেওয়া রুমা আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাসান মুরাদ এই প্রতিবেদককে বলেন, লিজ নিয়েছি কিন্তু ভবনের যাওয়া রাস্তা না থাকায় কোন কাজে আসছে না ! বর্তমানে তালা মেরে রেখেছি আরো তিন বছর মেয়াদি রয়েছে বলে জানান।