sliderস্থানীয়

রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনীর কমিটি গঠন

শাহীনুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উৎযাপনের বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৯৭৭ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আলহাজ্ব অধ্যাপক আব্দুস সাত্তারকে আহ্বায়ক ও ১৯৮৫ সালের এসএসসি শিক্ষার্থী ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সফিউদ্দীন মহিকে সদস্য সচিব করে প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত প্রত্যেক ব্যাচ থেকে একজন করে নিয়ে ৫২ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি করা হয়েছে। অনুষ্ঠানকে স্বার্থক ও সাফল্যমন্ডিত করতে এ বাস্তবায়ন কমিটি বিশেষ ভুমিকা রাখবে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে এর আগেও একাধিক বার জমকালো পুনর্মিলনী হয়েছে। বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত আসন্ন ইদুল আযহার পরের দিন অত্র বিদ্যালয়ে পুনর্মিলনী অনুষ্ঠান উৎযাপিত হবে।

Related Articles

Leave a Reply

Back to top button