sliderঅপরাধ

রিকশাচালক পেটানো সেই সুইটিকে বহিষ্কার করলো আ’লীগ

ঢাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সুইটি আক্তার শিনুকে রিকশাচালক পেটানোর অভিযোগে বহিষ্কার করা হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল হাই হারুন ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুইটি আক্তার শিনুর সাম্প্রতিক আচরণ সংগঠনের সুনাম নষ্ট করছিল। তাকে বারবার সতর্ক করা হলেও তিনি সংশোধন হননি। তাই ১১ ডিসেম্বর নির্বাহী কমিটির বৈঠকের সিদ্ধান্তে সুইটিকে মহিলা সম্পাদিকা ও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার এক রিকশা চালককে প্রকাশ্যে মারধর করলে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে প্রবল আলোচনা-সমালোচনার ঝড় ওঠায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। ভিডিওতে দেখা যায় রিকশাচালকের ওপর চড়াও হয়েছেন তিনি। তিনি ওই রিকশার যাত্রী ছিলেন। দ্রুত রিকশা না চালানোর কারণে তিনি চটে গিয়ে রিকশাচালকের ওপর মারমুখী হয়ে ওঠেন। সবার সামনে রিকশা থেকে নেমে চালকের গায়ে হাত তোলেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button