sliderউপমহাদেশশিরোনাম

রাহাত ফতেহ আলি খানের সম্মানে নৈশভোজের আয়োজন পাকিস্তানের হাইকমিশনারের

বিশিষ্ট সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

রোববার রাতে পাকিস্তান হাউস ঢাকায় এ আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত ‘চ্যারিটি কনসার্ট’ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের জন্য ঢাকার রয়েছেন পাকিস্তানের বিশিষ্ট সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

রোববার সন্ধ্যার এ আয়োজনে কিংবদন্তি অভিনেত্রী শবনম (ঝর্ণা বসাক), খ্যাতিমান গায়িকা শাকিলা খুরাসানি, অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ছাত্রনেতা ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, চ্যারিটি কনসার্টের আয়োজক কমিটির শিক্ষার্থী, অন্যান্য বিশিষ্ট শিল্পী ও ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।

এ আয়োজনকে একটি প্রাণবন্ত সমাবেশে রূপান্তরিত করার জন্য হাইকমিশনার সম্মানিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি রাহাত ফতেহ আলি খান ও তার দলকে ঢাকা সফর করার জন্য এবং তার জাঁকজমকপূর্ণ পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশে তার বিশাল ফ্যানবেসকে মুগ্ধ করার জন্য বিশেষ ধন্যবাদ জানান।
প্রেস বিজ্ঞপ্তি

Related Articles

Leave a Reply

Back to top button