রাসেলের দুর্দান্ত শতকে জ্যামাইকার সংগ্রহ ১৯৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আজ জ্যামাইকা তালওয়াসের নির্ধারিত প্রতিপক্ষ ছিল বলিউড বাদশা শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্স। কিন্তু সকালে আরেক প্রতিপক্ষ হয়ে দাড়ালো বৃষ্টি।
ফাইনালে উঠার এই ম্যাচে তাই দুই প্রতিপক্ষের সাথে লড়াই করতে হচ্ছে সাকিবদের।
স্থানীয় সময় সকাল ৮টায় টস হেরে ব্যাট করতে নেমে ব্রাভোর দুর্দান্ত শতকে ১৯৫ রানের লক্ষ্য দাড় করিয়েছে সাকিবরা।
শুরুটা ভালোই হয়েছিল তাদের। ২৩ বলে ৩৫ রানের জুটি গড়ার পর প্রথম উইকেট হারায় তালওয়াস। ক্যাডউইক ওয়াল্টন ১৫ রানে ফিরে যান। পরবর্তীতে ক্রিস গেইল দলকে টানতে থাকেন। এদিন ৩৫ রানের ইনিংস গড়েন তিনি। তার সাজঘরে ফেরার পর ক্রিজে আসেন সাকিব।
এরপর আবার বৃষ্টির হানা। ১২.৩ ওভার পর্যন্ত তাদের সংগ্রহ ৯৯ রান।
প্রায় এক ঘণ্টা পর শুরু হয় খেলা।
বৃষ্টি থামার পর আবার ক্রিজে আসেন সাকিব-রাসেল জুটি। কিন্তু ১৭তম ওভারে ১৯ রান করেই কুপারের বলে ফিরে যান সাকিব। কিন্তু ক্রিজে ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান রাসেল। মাত্র ৪৪ বলে ১১ ছক্কা ও তিন বাউন্ডারিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন এই চ্যাম্পিয়ন। ১৯তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরেন তিনি।
৭ উইকেটে ১৯৫ রানে ইনিংস শেষ করে জ্যামাইকা তালওয়াস।
সোয়া ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছে নাইট রাইডার্স। দুই ওভারেই এক উইকেট হারিয়ে বসেছে তারা। সংগ্রহ ১৪ রান।