রাশিয়ায় খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
রাশিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬-এ পৌঁছেছে। রোববার কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার উত্তরাঞ্চলে তিন দিন আগে এক কয়লার খনি ধসে নিখোঁজ তালিকাভুক্ত ২৬ শ্রমিক বেঁচে নেই এবং অপর এক বিস্ফোরণে ৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। তাদের অধিকাংশই উদ্ধার কর্মী।
বৃহস্পতিবার, সেভেয়ারনায়া খনিতে মিথেন বিস্ফোরণ ঘটলে চার খনি শ্রমিক প্রাণ হারায়। সুমেরু অঞ্চলীয় রাশিয়ায় এ খনি বিস্ফোরণটি হয় মাটির ৭৪৮ মিটার (২,৪৫০ ফুট) গভীরে। খনি পরিচালনা প্রতিষ্ঠান ভোরকুতাওগোলের মুখপাত্র তাতিয়ানা বুশকোভা এক ই-মেইল বিবৃতির মাধ্যমে রোববার এএফপিকে জানিয়েছেন, ‘প্রযুক্তি বিশেষজ্ঞদের মতামত অনুসারে খনির অভ্যন্তরে থাকা নিখোঁজ ২৬ জন শ্রমিকের বেঁচে থাকার সম্ভাবনা নেই।’
তিনি বলেন, ‘উদ্ধার অভিযান স্থগিত রয়েছে।’ ঘটনাস্থল থেকে কোমি অঞ্চলের জরুরি কার্যাদি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আন্তন কোভালিশিন এএফপিকে জানান, রোববার সকালে নতুন এক মিথেন গ্যাস বিষ্ফোরণে পাঁচ উদ্ধার কর্মী ও এক খনি শ্রমিক নিহত হয়। কয়লা খনিটি ভরকুটা নগরীর কোমি অঞ্চলে অবস্থিত। বাসস