sliderশিক্ষাশিরোনাম

রাবি ছাত্রলীগের দু’পক্ষের মারামারিতে আহত ৭

হলের গেস্ট রুমে বসা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদারবখশ হলে এই ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। আহতদের বিম্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে রাবি ছাত্রলীগ সহ-সভাপতি সাকিবুল হাসান বাকির অনুসারী ও স্পোর্টস সায়েন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী লিমন হোসেন তার দুই বান্ধবীকে নিয়ে হলের গেস্ট রুমে আসেন। এসময় সেখানে ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী ও সমাজ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী কামরুল ইসলাম তার এক বন্ধুকে নিয়ে বসে ছিলেন। এ সময় লিমন তাকে গেস্ট রুমে জায়গা করে দিতে বললে কামরুল ক্ষিপ্ত হয়ে রূঢ়ভাবে আচরণ করেন।
পরে লিমন তার কয়েকজন বন্ধুকে ডেকে কামরুলের কক্ষে গিয়ে তালাবদ্ধ দেখতে পেয়ে জানালা ভাঙচুর করে। এরপরে হলের ফটকের সামনে দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ বাঁধে। দু’পক্ষই দফায় দফায় হামলা ও মারপিট করে। এতে অন্তত ৭ জন আহত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button