
গত ৯ ডিসেম্বর আদিরা হওয়ার পর থেকেই গৃহবন্দি রয়েছেন রানি মুখোপাধ্যায়। তবে তা স্বেচ্ছায়। মেয়ে হওয়ার পর থেকই রানির বাইরের দুনিয়ার সাথে যোগাযোগ বলতে শুধু সোশ্যাল মিডিয়া। অনুরাগীদের সাথেও এভাবেই যোগাযোগ রাখছেন। একবারও প্রকাশ্যে দেখা যায়নি তাকে।
চোপড়া পরিবারের ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, রানি এখন ‘সুপার বিজি মম’
মেয়েকে খাওয়ানো, ঘুম পাড়ানো সব নিজের হাতে করতেই পছন্দ করেন নায়িকা। মেয়ের জন্য আলাদা করে ঘরও সাজিয়েছেন তিনি। আপাতত কেরিয়ারে বিরতি। মেয়ে কিছুটা বড় না হলে বড়পর্দায় ফিরবেন না। মেয়েকে সময় দেওয়াই এখন রানির একমাত্র লক্ষ্য।