
বর্তমান সরকারের পতনের একদফা দাবিতে রাজধানীর ঢাকার দুই প্রবেশমুখ ধোলাইখাল ও আমিনবাজারে সমাবেশের কর্মসূচি ছিল বিএনপির। সোমবার দুপুরের পর আমিনবাজারের সমাবেশ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গতরাত দেড়টার দিকে আমিনবাজারে বিএনপির সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন ঢাকা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
নিপুণ রায় বলেন, আমিনবাজারের আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। জেলা বিএনপির বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে আগামীকাল মঙ্গলবার। কোথায়-কখন সমাবেশটি করবো।
তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা সমাবেশের জন্য প্রশাসনকে চিঠি দিয়েছিলাম। সেটি তারা গ্রহণ করে আমাদেরকে সমাবেশ করার মৌখিক অনুমতি দেন। সেই মোতাবেক স্থানে আমরা মঞ্চ তৈরি করেছিলাম। পুলিশ রাত ১০টার দিকে সেটি পরিদর্শন করে যায়।
তিনি আরো জানান, সাভার থানার ওসি রাত দেড়টার দিকে আমাকে ফোন করে বলেন,আপনারা আগামীকাল সমাবেশ করতে পারবেন না, আমরা সমাবেশের মঞ্চ ভেঙে দিচ্ছি। আমি ওসিকে জিজ্ঞেস করলাম, রাত ১০টার দিকে পুলিশ গিয়ে মঞ্চ তৈরির স্থান পরিদর্শন করেছে। তখন তো পুলিশ কিছু জানায়নি। রাত দেড়টার দিকে কেন মঞ্চ ভেঙে দেয়ার কথা বলছেন। ওসি বলেন, আওয়ামী লীগ ওইখানে সমাবেশ করতে চায়। এ কারণে আপনারাও এখানে সমাবেশ করতে পারবেন না।
প্রশ্ন রেখে নিপুণ রায় বলেন, রাত ১২টার পর কিভাবে আওয়ামী লীগ এখানে সমাবেশ করতে চায়। আর আওয়ামী লীগ তো হেমায়েতপুরে সমাবেশ করতে চেয়েছিল। তাহলে এখানে কেন? সেটির সিদ্ধান্ত রাত ১২ পর এলো কেন?
এদিকে বিএনপির লাগাতার কর্মসূচির ষষ্ঠ দিন আজ। এ কর্মসূচির অওতায় সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা উত্তর বিএনপি আমিনবাজার ও দক্ষিণ মহানগর বিএনপি নয়াবাজারে সমাবেশ করার কথা ছিল।
আমিনবাজারের সমাবেশে প্রধান অতিথি থাকার কথা ছিল বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং নয়াবাজার সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া বিএনপির লাগাতার কর্মসূচির পরবর্তীগুলো হলো ২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগের রোডমার্চ, ২৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর এবং নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসমাবেশ, ২৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকায় মহিলা সমাবেশ, ৩০ সেপ্টেম্বর ঢাকায় শ্রমজীবী কনভেনশন, ১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ, ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ, ৩ অক্টোবর ফরিদপুর বিভাগে রোডমার্চ ও সমাবেশ, ৪ অক্টোবর ঢাকায় পেদশাজীবী কনভেনশন, ৫ অক্টোবর কুমিল্লা, ফেনী, মিরসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ।
প্রয়োজনে আরো কিছু কর্মসূচি যোগ হতে পারে বলে জানিয়েছে বিএনপি।