রংপুর ব্যুরো : রংপুর নগরীর মর্ডান মোড়ে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে জেলা পরিষদের টাঙানো গেটে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি রাতের আঁধারে ছিড়ে ফেলার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্রলীগ। আজ শুক্রবার বেলা আড়াই টার দিকে নগরীর মর্ডান মোড় এলাকায় রংপুর -ঢাকা মহাসড়ক বন্ধ করে এ বিক্ষোভ করে মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এদিকে রাস্তা অবরোধ করে দেওয়ায় রংপুর-ঢাকা মহাসড়কের দুই দিকে যানজট দেখা দিয়েছে। বিক্ষোভ করা ছাত্রলীগ নেতারা অভিযোগ করে বলেন, জেলায় জেলায় স্বপ্নের পদ্মা সেতুর
উদ্বোধন উপলক্ষে নানা আয়োজন চলছে। রংপুর জেলা পরিষদের সৌজন্যে নগরীর মর্ডান মোড় ব্রিজের এখানে সামিয়ানা দিয়ে বিশাল একটি গেট তৈরি করা হয় এবং গেটের তুই পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টাঙানো হয়। কিন্তু দুষ্কৃতকারীরা তা সহ্য করতে না পেরে গতকাল রাতের আঁধারে যে কোনো সময় প্রধানমন্ত্রীর ছবির মুখের অংশ ছিড়ে ফেলে। আমরা চাই দ্রুত এই দুষ্কৃতকারী জামায়াত,বিএনপির জড়িত নেতাদের প্রশাসন আইনের আওতায় আনুক। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন, তাজহাট থানা আওয়ামী লীগের সভাপতি ইমাদ হোসেন, সাধারণ সম্পাদক জাকারিয়া আলম শিপলু, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন, সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব, সহ-সম্পাদক রিপন মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।