sliderউপমহাদেশশিরোনাম

‘রাতভর পাকিস্তান সেনাঘাঁটিতে হামলায় ৫০ সেনা নিহত’

বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে অতিথি হিসেবে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের আগে এই হামলার ঘটনা ঘটলো। বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে অতিথি হিসেবে পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের আগে এই হামলার ঘটনা ঘটলো।
পাকিস্তানের বেলুচিস্তানে দুই সেনা ঘাঁটিতে রাতভর হামলা চালানোর দায় স্বীকার করেছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএফ) বিদ্রোহী গোষ্ঠী। বিএলএফ- এর দাবি তাদের হামলায় ৫০ জনের বেশি পাকিস্তানের সেনা নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই দাবি করেছে বিএলএফ। বিবৃতিতে তারা বলছে, আত্মঘাতী বোমা হামলাকারীরা ঘাঁটির প্রবেশপথে বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ৫০ জনেরও বেশি সেনাকে হত্যা করেছে।
তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তান সেনা সাতজন ও ১৩ জন বিদ্রোহী রয়েছে।
বেইজিংয়ে শীতকালীন অলিম্পিকে অতিথি হিসেবে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সফরের আগে এই হামলার ঘটনা ঘটলো। বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করবেন ইমরান খান।
এ নিয়ে বৃহস্পতিবার ইমরান খান এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আমাদের সাহসী নিরাপত্তা বাহিনীকে স্যালুট জানাই যারা সন্ত্রাসী হামলা প্রতিহত করেছে।’
এছাড়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ এক ভিডিও বিবৃতিতে বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী বড় ধরনের হামলা প্রতিহত করেছে।’
পাকিস্তান সেনার পক্ষ থেকে আরও বলা হয়েছে, এখনও কিছু হামলাকারীকে ঘিরে রেখেছে সেনাবাহিনী।
এছাড়া পাকিস্তান সেনা জানিয়েছে, বুধবার রাতে পাঞ্জগুর ও নাউসকি জেলার হামলা প্রতিহত করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে বিদ্রোহীদের হামলায় ১০ জন পাক সেনা নিহত হয়েছে। বেলুচিস্তান প্রদেশে বিভিন্ন কাজে বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করেছে চীন। তথ্যসূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Back to top button