sliderস্থানীয়

রাণীশংকৈলে ট্রাক্টরের হালে কাটা পরে কিশোর নিহত

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের জমিতে চাষ দেওয়ার সময় চালক পুরিবর্তন করতে গিয়ে হালের ফালে কাটা পড়ে তাজু ইসলাম(১৬) নামের এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার সন্ধ্যায় জেলার রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দনচহট বিলপাড় মাঠে এ ঘটনা ঘটে। নিহত তাজু ইসলাম রাণীশংকৈল উপজেলার নয়াদিঘী গ্রামের আব্বাস আলীর ছেলে বলে তথ্য পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সারাদিন ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ দিচ্ছিল তাজু। সন্ধ্যার সময় চলতি অবস্থায় গাড়ির চালক পরিবর্তন করার সময় পা পিছলে হালের ফালের ওপরে পরে গিয়ে কাটা পরে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তার কেটে যাওয়া শরীরের টুকরো অংশ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মহসিন আলী জানান, ট্রাক্টরের হালের ফালে কাটা পরে তাজু নামে ১৬ বছরের কিশোর নিহত হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button