sliderস্থানীয়

রাণীশংকৈলে উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগ, চিকিৎসকের বিরুদ্ধে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডাঃ মোঃ আব্দুস সামাদ এর দুর্নীত, অনিয়ম ও নিয়ম বহির্ভূতভাবে প্রাপ্য অনুযারী ঠিকাদার নিয়োগ না করে নিজের ইচ্ছা অনুযারী মোটা অংকের উৎকোচের বিনিময়ে ঠিকাদার নিয়োগে পায়তারা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

৬ নভেম্বর বুধবার সকালে রানীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঠিকাদার ও এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মনিরুল ইসলাম, সৈয়দ আব্দুল করিম, মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলার ৫০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২৪-২০২৫ অর্থ বৎসরের পথ্য, ষ্টেশনারী সরবরাহ ও লিলেন ধোলাই এর ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র আহবান করা হয়। সেই মোতাবেক আমরা দরপত্রে অংশ গ্রহণ করি। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এইচ ডা: মো: আব্দুস সামাদ, ৩ লক্ষ টাকার বিনিময়ে মনগড়া একটি দরপত্র যাছাই কমিটি গঠন করে। সেই কমিটি মনগড়া রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে পাঠাই। সেই কমিটির দেওয়া মনগড়া রিপোর্টের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানায় এমনকি টাকার বিনিময়ে মনগড়া কমিটি গঠনের কথা আবাসিক মেডিকেল অফিসার স্বীকার করেছেন বলে জানান তারা। বক্তারা আরও বলেন, এই ডা: আব্দুস সামাদ, নিদিষ্ট সময়ে টেন্ডার বাক্স না খুলে কালক্ষেপণ করতে থাকে। এক পর্যায়ে রাতের আধারে মোটা অংকের ঘুষ, উৎকোচ, এর অর্থ লেনদেন করে সর্বনিম্ন দরদাতা ৭ম জনকে ঠিকাদার নিয়োগের জন্য টালবাহানা করতে থাকে। এছাড়াও টাকার বিনিময়ে হাসপাতালের জখমী সনদপত্র দেন এই ডাক্তার আব্দুস সামাদ। যারা অন্যায় দুর্নীতি, ঘুষ লেনদেন এর সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শান্তির জন্য জোর দাবী জানায়। মানববন্ধন শেষে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করে ঠিকাদারবৃন্দ।

Related Articles

Leave a Reply

Back to top button