আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটিতে চিকিৎসা সেবার মান উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: মিজানুর রহমান। যোগদানের পর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটির নানামুখী সমস্যাগুলো চিহ্নিত করে তা অত্যন্ত দক্ষতার সাথে সমাধানের উদ্যেগ গ্রহন করেন।
রাজারহাট উপজেলা হাসপাতালে এসে কাঙ্খিত স্বাস্থ্য সেবা পেয়ে অত্যন্ত খুশি মর্মে জানা যায়। গত এপ্রিল মাসে বর্হিবিভাগে ৪২৯৩ জন এবং অন্তবিভাগে ২৮৯ জন সেবা গ্রহিতা স্বাস্থ্য সেবা পেয়েছে ৮ জন গর্ভবতীর নরমাল ডেলিভারি করা হয়েছে এবং সকলেই লাইফ বার্থ। সারভাইক্যাল ক্যান্সার ভায়া টেষ্ট হয়েছে ১৪৪ জনের যার মধ্য ১ জনের পজিটিভ। এএনসি ২৬৭ জন এবং পিএনসি ৮ জন। মাইনর সার্জারি হয়েছে ৫৬ টি ডাইরিয়ায় আক্রান্ত ৪৭ জন রোগী স্বাস্থ্য সেবা পেয়েছে। কমিনিটি ভিশন সেন্টারে মোট ১৫৩ জন চক্ষু সেবা পেয়েছে।
স্হানীয় মানুষ জন জানান, ড: মো: মিজানুর রহমানের সার্বিক সত্ত্বাবধানে স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসাকরা নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। শিশু বিশেষজ্ঞ ড: উম্মে কুলছুম বিউটির নিকট মা ও শিশু রোগীরা নিয়মিত স্বাস্থ্য সেবা পাচ্ছেন। জানা গেছে এমন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেই। এছাড়াও উপজেলা ২৯ কমিনিটি ক্লিনিকে উক্ত মাসে সেবা প্রাপ্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ২ শত ৩৯ জন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ড: মো: মিজানুর রহমান জানান, হাসপাতালটি সব সময় পরিস্কার পরিছন্ন রাখতে কর্মকর্তা-কর্মচারীরা তৎপর রয়েছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য উপজেলার ৭ টি ইউনিয়নের জন্য ১টি মিলে মোট ৮টি টিম প্রস্তত আছে।
স্বাস্থ্য সচেতনাতায় বেনার ফেসটুন প্রদর্শন করা আছে। তিনি আরো বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ব্যবস্হার জন্য হাসপাতালে একটি আইসোলেশন রুম নিদিষ্ট রাখা হয়েছে।