Uncategorized

রাজারহাট বাজারে ব‍্যবসায়ী ধর্মঘট প্রত‍্যাহার!

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে সদর বাজার ব্যবসায়ী ও বনিক সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।২৩ আগষ্ট(রবিবার) থেকে চলমান চাউল ব্যবসায়ীদের ধর্মঘটের সাথে সংহতি প্রকাশ করে বাজারের সকল ব্যবসায়ীদের সমন্বয়ে ২৫ আগষ্ট সকাল ০৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করে আসছিল ব্যবসায়ীরা।রাজারহাট সদর বাজার বনিক সমিতির সিদ্ধান্ত ক্রমে এই ধর্মঘটে একাত্মতা প্রকাশ করে ঔষধ ব্যতীত সকল শ্রেনি পেশার ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালনে শামিল হয়।কিন্তু তাদের এহেন পরিস্থিতি সমাধানের নিমিত্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে- তাসনীম দুপুরে বনিক সমিতির নেতাদের ডেকে পাঠান নিজ অফিসে।পরে ইউএনও মহোদয়ের ডাকে সাড়া দিয়ে,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামানের নেতৃত্বে বনিক সমিতির নেতাকর্মীরা ইউএনও অফিসে এক বৈঠকে অংশগ্রহন করেন।এবং সকলের সর্বসম্মতিক্রমে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনীম আস্বস্ত করে বলেন,ভবিষ্যতে যাতে এরকম অবস্হার সৃষ্টি না হয় সেজন্য আগামীতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন।এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য এবং উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক জনাব আব্দুস সালাম,বনিক সমিতির সভাপতি আমজাদ হোসেন,সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক,চাল ব্যবসায়ীরা প্রমূখ।উল্লেখ্য,গত ২৩ আগষ্ট ইউএনও মহোদয় ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরে তাসনীম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রির অপরাধে,পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারায় চাল ব্যবসায়ী মোঃ হাকিম মিয়ার কাছ থেকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা আদায় করেন।এ ঘটনায় ঐ দিন বিকাল থেকে রাজারহাট বাজারের সকল চাউল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে খুচরা ও পাইকারি চাউল বিক্রি করা থেকে বিরত থাকেন এবং পরদিনও একই ধারা অব্যাহত রাখেন।এদিকে সামান্য চাল ব্যবসায়ীর কাছে মোটা অংকের টাকা জরিমানার কড়া সমালোচনা করে সোমবার রাতে সকল ব্যবসায়ীদের নিয়ে বাজার বনিক সমিতির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।সভার সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকাল ০৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়,যাতে সকল শ্রেনী পেশার ব্যবসায়ীরা সংহতি প্রকাশ করে ধর্মঘট পালনে দোকানপাট বন্ধ রাখে।অবশেষে ধর্মঘট প্রত্যাহারের পর দুপুর থেকে বাজারে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button