আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষনা ও শপথ বাক্য পাঠ করালেন ডিসি মহোদয়, আজ ৬ ডিসেম্বর হেলিপ্যাড মাঠে রাজারহাট উপজেলাকে প্রাথমিকভাবে বাল্যবিবাহমুক্ত ঘোষনা ও অনুষ্ঠানে অংশগ্রহন কারীদের শপথ বাক্য পাঠ করালেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম । অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহম্মেদ। জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম। আয়োজনে রাজারহাট উপজেলা প্রশাসন। সার্বিক সহযোগিতায় আরডিআরএস’র বিবিএফজি প্রকল্পের আওতায়।