আশিকুর রহমান লিমন (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে ঈদের দ্বিতীয় দিনে ৭২ টি গরু কোরবানি করে হত দরিদ্র পরিবারের মাঝে ২ কেজি করে তাজা গোসতো বিতরণ করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। সোমবার সকাল সাতটায় উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে একযোগে এ গোসতো বিতরণ করা হয়। ইসলামিক রিলিফ বাংলাদেশ এর ইইপি প্রকল্পের রাজারহাট প্রজেক্ট ম্যানেজার মনির হোসেন বলেন উপজেলার ছয়টি ইউনিয়নের মুসলিম পরিবারের যাদের কুরবানী দেয়ার সামর্থ্য নেই তাদের জন্য ৭০টি এবং কুড়িগ্রামে শিশু পরিবারের মাঝে দুইটি গরু কোরবানি করে ২১৬০ জনকে দুই কেজি করে তাজা গোসতো বিতরণ করা হয়েছে। বিতরণ কালে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর কান্ট্রি অফিসের প্রোগ্রাম ম্যানেজার ময়েন উদ্দিন, রাজারহাট সদর ইউপি চেয়ারম্যান এনামুল হক, ছিনাই চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাদেকুল হক নুরু, চাকিরপশার চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম, বিদ্যানন্দ চেয়ারম্যান তাইজুল ইসলাম, উমর মজিদ চেয়ারম্যান মোঃ আদিল হোসেন এবং নাজিম খান চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক পাটোয়ারী নয়া উপস্থিত ছিলেন। নতুন ব্যাগে দুই কেজি মাংস পেয়ে খুশিতে চেতনা গ্রামের বিধবা রাশিদা বেগম বলেন, প্রতিবন্ধী শশুর ও শাশুড়ি, সহ আমার দুই কন্যা ভালোভাবে এ মাংস খেতে পারবে।