sliderস্থানীয়

রাজারহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

ইব্রাহিম আলম সবুজ, রাজারহাট প্রতিনিধিঃ রোববার ২১ এপ্রিল দুপুরে স্বামী সুধাংশু চন্দ্রের থাকার ঘর থেকে নিহত স্ত্রী গায়ত্রী রানী বাতাসির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে রাজারহাট থানা পুলিশ। সুধাংশু পেশায় ইজিবাইক চালক ও রাজারহাট সদর ইউনিয়নের পোদ্দার পাড়া নাটুয়া মহল দক্ষিণ প্রাণপতি গ্রামের মৃত খোকার একমাত্র ছেলে।
ঘাতক সুধাংশু চন্দ্র রায়ের মা বুলবুলি রানী জানায়, গত শনিবার দিবাগত রাতে সুধাংশু বাজার থেকে তার নিজের জন্য লুঙ্গী ও জামা কিনে আনে। তার স্ত্রীর জন্য কাপড় না আনায় তা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে সুধাংশু অতি উত্তেজিত হয়ে তার স্ত্রীকে অতিরিক্ত মারধর করতে থাকে। তার মা বুলবুলি রানী এগিয়ে এলে তাকেও মারধর করে দূরে তাড়িয়ে দেয়। তারপর শুরু করে বেদম প্রহার। গায়ত্রী রানীর আর্ত চিৎকারে ঘরে ঘুমিয়ে থাকা বারো বছরের মেয়ে সুচিত্রা তার মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও মারতে উদ্যত হলে সেও পাশের বাড়িতে গিয়ে লুকায়। এরপর সুধাংশু বাড়ির গেট লাগিয়ে পৈশাচিক উন্মাদনায় প্রহার করতে থাকলে একপর্যায়ে মারা যান গায়ত্রী রানী। স্ত্রীর মৃত্যু নিশ্চিত হলে সুধাংশু বাড়ি থেকে পালিয়ে গেলে ২১ এপ্রিল রবিবার দুপুরে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সকে কাজে লাগিয়ে সিঙ্গারডাবড়ী হাট এলাকা থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। গায়ত্রী রানীর নির্মম মৃত্যুতে শ্বাশুড়ি বুলবুলি ও মেয়ে সুচিত্রা শোকে বিহ্বল। তিন বছরের অবুঝ ছেলে তার মাকে খুঁজছে চারপাশে। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

রাজারহাট থানার দায়িত্বরত কর্মকর্তা ওসি তদন্ত জানান, গায়ত্রী হত্যার দায়ে তার পিতা বাদী হয়ে থানায় এজাহার দায়ের সাপেক্ষে মামলা মামলা রুজু প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button