
আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম, প্রতিনিধি : রাজারহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।
সভাটির সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাবা, কাবেরী রায়। আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব,জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। এবং আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। ও রাজারহাট উপজেলা ৭টি ইউনিয়নের ১২৫টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক। রাজারহাট থানার তদন্ত অফিসার জনাব, ওয়াহেদ। সাংবাদিকের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন প্রমুখ।
রংপুর বিভাগের ছাপ রেজিস্টার রামজীবন কুন্ডু তিনি রাজাহাট উপজেলার নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি তার বক্তব্যে তিনি বলেন, আপনাদের পূজা সুন্দর হোক আপনাদের পূজা মন্ডপে কোন প্রকার বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে সবাইকে সর্তক থাকতে হবে এবং তিনি আরো বলেন আপনারা আমার পাশে যেভাবে ছিলেন ঠিক আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো।
সভাটির সভাপতি জনাবা, কাবেরী রায় তিনি অত্যন্ত ধৈর্য সহকারে সবার বক্তব্য মনোযোগ সহকারে শুনেন। এবং সবার উদ্দেশ্যে তিনি বলেন। আপনাদের পূজা মন্ডপে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদের সেবায় নিয়োজিত থাকিবে আরো বলেন যে সরকারি অনুদান আপনারা পাবেন। আর তেমন কিছু আলোচনা না থাকায় সবার সুস্বাস্থ্য কামনা করে সভাটির সমাপ্ত ঘোষণা করেন।