sliderস্থানীয়

রাজারহাটে বঙ্গমাতা`র ৯৩তম জন্মদিন পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯৩ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ৮ আগস্ট, সকাল ৯.৩০ মিনিটে রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে মাননীয় প্রধান মন্ত্রী কর্তৃক বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর জন্ম বার্ষিকী উদযাপন ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক প্রদান অনুষ্ঠান ২০২৩ সরাসরি সম্প্রচার অনুষ্ঠান (ভিডিও কনফারেন্স) প্রচার করা হয়।

সেসময় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার জনাবা, নূরে তাসনিম রাজারহাট উপজেলার সহকারী কমিশানার (ভূমি) এস এম আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশিকুর ইসলাম, সাবু (মন্ডল) উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোছ: সাইফুন্নাহার সাথী, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি এস এ বাবলু ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল, বাংলাদেশ রিপোর্টাস ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন প্রমূখ।

বক্তাগণ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা এবং মুজিবুর রহমান এর জীবনী নিয়ে আলোচনা করেন।

পরিশেষে রাজারহাট উপজেলার নির্বাহী অফিসার নূরে তাসনিম, অসহায় ও দু:স্হদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন। এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button