sliderস্থানীয়

রাজারহাটে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

আশিকুর রহমান লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক,সাংস্কৃতিক সংগঠন গুলো দিনব্যাপী নানা কর্মসূচী পালন করে।
এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পার্ঘ অর্পন ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
এরপরে উপজেলা অফিসার্স ক্লাবে নির্বাহী অফিসার জনাবা নূরে তাসনিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী, রাজারহাট থানা অফিসার ইনচার্জ জনাব রাজু সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি জনাব আব্দুস ছালাম চাষী, রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু সহ সাংবাদিক বৃন্দু, চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, উপজেলা যুবলীগ নেতা ছামিউল ইসলাম সহ অনেকে বক্তব্য দেন।
শেষে রচনা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button