sliderস্থানীয়

রাজারহাটে জুয়া বিরোধী অভিযানে গ্রেফতার ২

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি: রাজারহাট থানায় পুলিশের একটি চৌকশ টিম এস আই নিরঞ্জন রায়, এস আই প্রণয় কুমার, এ এস আই সফিকুল ইসলাম, এ এস আই মোঃ দুলু মিয়া ও ফোর্সসহ অদ্য ১৬/০৫/২৪ তারিখ রাজারহাট থানাধীন বুড়িরহাট এলাকার তিস্তা নদীর দক্ষিন চরে রাতভর অভিযান পরিচালনা করে জুয়াড়ী আসামী ১.মোহন কুমার দাস, পিং মৃত মনভোলা দাস, সাং-হাড়িভাঙা, এবং ২. মোঃ অবির উদ্দিন, পিং মৃত তমির উদ্দিন, সাং ফুলখাঁ, থানা রাজারহাট দ্বয়কে পুলিশ গ্রেফতার করে।

এসময় কয়েকজন জুয়াড়ী পালিয়ে যায়। আসামীদের হেফাজত হতে ১ টি ফড়, ২ টি ডাবু, ৬ টি গুটি, নগদ ৩২৭০ টাকা এবং জুয়া খেলায় ব্যবহৃত চার্জার মেশিন বাল্ব উদ্ধার করে। এ সংক্রান্তে রাজারহাট থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
রাজারহাট থানা পুলিশের এ অভিযান অব্যাহত আছে।

এবং রাজারহাট থানায় জুয়া এবং মাদকবিরোধী,সন্ত্রাসমুক্ত ডিজিটাল রাজারহাট রূপান্তিত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

Related Articles

Leave a Reply

Back to top button