এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : আজ ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার রাজারহাট উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে আইন শৃঙ্খলা ও অন্যান্য সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা পরিষদের নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।
বক্তব্য রাখেন, রাজারহাট সহকারী কমিশনার (ভূমি) মোঃ আশরাফুল হক, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, রাজাহাট উপজেলার জামাতি ইসলামের আমির মাওলানা কফিলউদ্দিন, সাংবাদিক ও স্বেচ্ছাসেবক দলের নেতা আনিছুর রহমান, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক সৈকত প্রলাদ মন্ডল, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব রাজারহাট উপজেলা শাখার সভাপতি আশিকুর রহমান লিমন।
আরো উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী এবং রাজনীতিবিদগণ প্রমুখ।
সভাটির বিষয় ছিল রাজারহাট বাজারের যানজট, মাদক, জুয়া, অবৈধভাবে বালু উত্তোলন, চুরি ইত্যাদি প্রসঙ্গে।