sliderস্থানীয়

রাজাপুর ফাযিল মাদ্রাসার সভাপতিকে সংবর্ধনা ও শিক্ষকদের বিদায় অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসায় গভর্নিং বডির নব নিযুক্ত সভাপতি মোঃ গোলাম বাড়ি খানকে সংবর্ধনা, সহকারী শিক্ষক নজরুল ইসলাম’র অবসর জনিত বিদায় ও সহকারী শিক্ষক শেফা আক্তারের অন্যত্র চলে যাওয়া জনিত বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার অনুষ্ঠান কমিটির আয়োজনে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর সকাল ১০ টার সময় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মাহমুদ কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার নতুন সভাপতি মোঃ গোলাম বাড়ি খান।
 
এছাড়াও অভিভাবকদের মধ্যে মোঃ কামরুজ্জামান, মোঃ নেছার উদ্দীন, মোঃ মতিউর রহমান। শিক্ষকদের মধ্য থেকে মোঃ রবিউল ইসলাম, মোঃ জিয়ারুল ইসলাম, মোঃ আহসান হাবীব, মো.হাবীব এ চিশতি বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২০২২ সালের বার্ষিক পরিক্ষার্থীদের ফলাফল প্রকাশ এবং মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদেরকেও সংবর্ধনা দেয়া হয়।

Related Articles

Back to top button