sliderস্থানীয়

রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বসতঘর ভূম্মিভূত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার। মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার মধ্য মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিটের কারণে প্রথমে নিশিকান্তের ছেলে গৌতমের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যেই সেই আগুন পার্শবর্তী অনন্ত শিকদারের ছেলে বড়ইয়া কলেজের সহকারী অধ্যাপক অসীম শিকদারের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ শুরু করলেও ততক্ষনে বসতঘরে থাকা মালামাল সহ ঘর দুটি পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রনে আনতে গিয়ে আরিফ নামের ফায়ার সার্ভিসের এক সদস্যসহ ৪ জন আহত হয়েছেন।

রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল খালেক বলেন, রাজাপুর ও কাউখালির ৩টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। তবে পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। বৈদুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগদে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Back to top button