sliderস্থানীয়

রাজাপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপুর উপজেলা প্রশাসন ১০ অক্টোবর মঙ্গলবার বিকাল ৩টা ৩০ মিনিট থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা করেন।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান মোহাম্মদ শোয়াইব, রাজাপুর প্রেসক্লাব সভাপতি এনামুল হোসেন খান, পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সভাপতি এ্যাড সঞ্জিব কুমার বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু নিত্যানন্দ শাহা, পূজা উদযাপন পরিষদ রাজাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায়, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা বেগম, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স’র প্রতিনিধি মোঃ তৈয়েবুর রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মধুসুদন রায়, শুক্তাগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিউটি সিকদার সহ পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক গন।

এসময় পূজা উদযাপন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনের নিজস্ব ও পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির নির্দেশনা সম্পর্কে সকলকে অবগত করেন। নির্দেশনা গুলো পূঙ্খানুপুঙ্খ রুপে সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মেনে চলার জন্য বলাহয়।

Related Articles

Leave a Reply

Back to top button