sliderস্থানীয়

রাজাপুরে জাতীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে জাতীয় জন্ম এবং মৃত্যু নিবন্ধন দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উল্লেখিত বিষয়ের উপরে বক্তব্য প্রদান করেন রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা দীনেশ চন্দ্র মজুমদার, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হোসেন খান, আইসিটি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রাজাপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম স্বপন তালুকদার, বড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাব উদ্দিন সুরু, মঠবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ জালাল হাওলাদার, ইউনিয়ন পরিষদ সচিব স্বপন কুমার ওঝা প্রমুখ। এ সময় উপজেলার সকল দফতরের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button