slider

রাজাপুরে ছাত্রদলের আহ্বায়ককে পেটালেন সদস্য সচিব

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পেটানোর অভিযোগ সদস্য সচিব রফিকুল ইসলামের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাইপাস মোড়স্থ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের
সামনে এ ঘটনা ঘটে। আহত উপজেলা ছাত্রদল আহŸায়ক কিরণ রাজাপুর স্বাস্থ্য
কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ভিকটিম আল ইমরান কিরণ অভিযোগ করে জানান, সন্ধ্যা ৭টার দিকে অফিসের সামনে
দাড়ানো অবস্থায় সদস্য সচিব রফিকুল ইসলাম বহিরাগত ১০/১২জন লোক নিয়ে লাঠি ও
লোহার রড দিয়ে এলোপাথারি পিটানো শুরু করে। ঘটনা দেখে সিনিয়ররা দৌড়ে গিয়ে আমাকে উদ্ধার করে। তারা আমাকে উদ্ধার না করলে হয়তো ওখানেই আমি মারা যেতাম।

তিনি আরো জানান, সদস্য সচিবের সাথে আমার ব্যক্তিগত কোন শত্রæতা নেই। হয়তো
এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। আমার সাথে সিনিয়র, সমবয়সী এবং জুনিয়র
সবার সাথেই একটা ভালো সম্পর্ক আছে। এ কারণে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এ
হামলা চালানো হয়েছে বলেও ধারণা করেন তিনি। এ বিষয়ে সদস্য সচিবের সাথে
যোগাযোগের চেষ্টা করা হলে তা আর সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ জানান, ছাত্রদলের ছেলেদের মধ্যে হাতাহাতি হয়েছিলো। আমরা সামনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। হয়তো ওদের মধ্যে কোন ভুল বোঝাবুঝি হয়েছিলো।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, ছাত্রদলের আহ্বায়ককে সদস্য সচিব
পিটিয়েছে এমন সংবাদ পেয়েছি। কিন্তু আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।
অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button