sliderস্থানীয়

রাজাপুরে কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি: ২০২৪-২৫ কৃষি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত প্রদর্শনীর আওতায় রাস্তার ধারে কুমড়া জাতীয় সবজি চাষ প্রদর্শনী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা কৃষি অফিসের আয়োজনে পিংড়ী এলাকায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল এর অতিরিক্ত পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার।
রাজাপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. শাহিদা শারমিন আফরোজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঝালকাঠির উপপরিচালক কৃষিবিদ মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মো. রিফাত সিকদার, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান সহ অনেকে। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা সহ স্থানীয় প্রায় দেড় শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন ৷

Related Articles

Leave a Reply

Back to top button