sliderস্থানীয়

রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আয়োজনে কলেজ গেটের সামনে মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাখাওয়াত হোসেন রাব্বি, রাজাপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহনেওয়াজ তুহিন। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিক মৃধা, কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক আবু নাঈম, সদস্য মাহিম, রাজাপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তৌহিদুল রহমান খান তামান, সাংগঠনিক সম্পাদক মো.সজীব হোসেন বাপ্পি, সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো.সজীব, শুক্তাগড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিপন, সাধারণ সম্পাদক মিজানসহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ ও কলেজ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তরা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের দ্বারা বিগত ১৬ বছরে আওয়ামী সরকারের সময়ে গুমের শিকার সকল নেতাকর্মী ও নাগরিকদের মুক্তি দিতে হবে। আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড এবং নির্যাতনের শিকার, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর সংঘটিত নিপীড়নের সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং পঙ্গুত্ববরণকারী ছাত্র-জনতা ও নাগরিকদের পরিবারের স্বজনগন কর্তৃক পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের দ্রæত বিচারের দাবিও জানান তারা।

Related Articles

Leave a Reply

Back to top button