sliderশিরোনামস্থানীয়

রাজবাড়ীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি এক সপ্তাহ স্থায়ী হতে পারে

রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ৭ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। বন্যা পুনর্বাসন ও সতর্কীকরণ কেন্দ্রের রোববার জারি করা এক পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
আজ সোমবার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রাহ্মপুত্র-যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-পমুনা নদ-নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় দেশের দক্ষিণ-পূর্ব পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ-মধ্য অঞ্চলে মাঝারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে, যার ফলে উক্ত অঞ্চলের নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে।
এদিকে, আগামী ১০ দিনের জন্য জারি করা পূর্বাভাসে আরো জানানো হয়, ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। ফলে বগুড়া জেলার সারিয়াকান্দি স্টেশনে পানি সমতল আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে। কুড়িগ্রাম জেলার চিলমারী, গাইবান্ধা জেলার ফুলছড়ি, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ ও কাজীপুর, কামালপুর জেলার বাহাদুরাবাদ, টাঙ্গাইল জেলার এলাসিন এবং মানিকগঞ্জ জেলার আরিচা পয়েন্টে পানি সমতল আগামী তিন দিনের মধ্যে বিপদসীমা অতিক্রম করতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল বাড়তে পারে। রাজবাড়ী জেলার গোয়ালন্দ পয়েন্ট, মুন্সিগঞ্জ জেলার ভাগ্যকুল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানি সমতল বাড়তে পারে। যার ফলে রাজবাড়ী জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। মুন্সীগঞ্জ জেলার ভাগ্যকুল পয়েন্ট এবং শরীয়তপুর জেলার সুরেশ্বর পয়েন্টে পানি সমতল ১৮ আগস্ট নাগাদ বিপদসীমা অতিক্রম করতে পারে।
ঢাকার চারপাশের নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পানি সমতল বাড়তে পারে এবং ২০ আগস্ট নাগাদ বিপদসীমা অতিক্রম করতে পারে। যার ফলে ২০ আগস্টের পরে নারায়ণগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা হবার সম্ভাবনা রয়েছে। মিরপুর পয়েন্টে তুরাগ নদী এবং রেকাবি বাজার পয়েন্টে ধলেশ্বরী নদীর পানি সমতল বাড়তে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button