sliderস্থানীয়

রাজবাড়ীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-২

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট এলাকা হতে প্রায় ২৪ লক্ষ টাকা মূল্যমানের ৭,৮৩০ পিস ইয়াবা সহকারে ০১ জন রোহিঙ্গাসহ মোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প। শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর র‍্যাব-১০ সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আজ ৩০ ডিসেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ আনুমানিক মাঝরাত ০২.০০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন দৌলতদিয়া গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ২৩,৪৯,০০০/- (তেইশ লক্ষ উনপঞ্চাশ হাজার) টাকা মূল্য মানের ৭,৮৩০ (সাত হাজার আটশত ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট সহকারে ১জন রোহিংগা সহ মোট ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ রফিকুল ইসলাম প্রঃ রিজভী চৌধুরী (২০)পিতা- মাহমুদুল হক, সাং-ধোয়াপালং ০৬নং ওয়ার্ড, থানা-রামু, জেলা- কক্সবাজার, ২। আবুল আলম (রোহিঙ্গা) (৩৭), পিতা- মৃত বশির আহম্মেদ, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প-০১, বøক-ই/৩, ০৫ নং পালংখালী ইউপি, থানা- উঁখিয়া, জেলা- কক্সবাজার বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখে ধুলো দিতে নিত্তনতুন কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ির গোয়ালন্দসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। পূর্বেও আসামীরা মাদক পাচারকালে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক হয়েছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button