sliderউপমহাদেশশিরোনাম

রাজনৈতিক স্বার্থে দেশে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে : অমর্ত্য সেন

গত বৃহস্পতিবারই তিনি জানিয়েছিলেন, ভারতের বর্তমান পরিস্থিতি ভয় পাওয়ার মতো। সেই একই সুর বজায় রেখে ফের শনিবার ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তার দাবি, রাজনৈতিক সুবিধা পেতে দেশে হিন্দু ও মুসলমানের মধ্যে বিভেদ ঘটানো হচ্ছে।
এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অনলাইনে যোগ দিয়েছিলেন বর্ষীয়ান অর্থনীতিবিদ। ভিডিও বার্তায় তাকে বলতে শোনা যায়, ‘ভারতীয়দের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এদেশের হিন্দু ও মুসলমানের সহাবস্থানে ফাটল ধরানো হচ্ছে রাজনৈতিক সুবিধার জন্য।’ সেই সঙ্গে দেশে স্বাধীন মতপ্রকাশে কোপ পড়ছে বলেও আক্ষেপ করতে দেখা যায় তাকে।
শনিবারই জানা গেছে, করোনায় আক্রান্ত অমর্ত্য সেন। তিনি রয়েছেন তার শান্তিনিকেতনের বাড়িতে। সেখান থেকেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘স্বাধীনতার আগে দেখতাম মানুষকে দমিয়ে রাখতে নিরপরাধ লোকদেরও জেলে ভরে রাখা হতো। তখন আমি তরুণ। এরপর দেশ স্বাধীন হলো। কিন্তু বিনা অপরাধে কারাবন্দি করার ঘটনা আজও ঘটে চলেছে।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সল্টলেকে প্রতীচী ট্রাস্টের এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অমর্ত্য সেন। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘ভারত কেবল হিন্দুদের দেশ নয়। আবার কেবল মুসলিমদেরও নয়। সবাইকে একসাথে একযোগে কাজ করতে হবে এখানে।’
পাশাপাশি অমর্ত্যর কথায়, ‘আমি চাই দেশ ঐক্যবদ্ধ থাকুক। এই দেশ ঐতিহাসিক ভাবেই উদার। এখানে কোনও বিভাজন চাই না।’ শনিবারও বিভাজনের কথা উঠে এলো
তার কথায়।
এদিকে শনিবারই জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন অমর্ত্য সেন। গত ১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন তিনি ৷ লকডাউনের জেরে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল না তার। প্রায় দু’বছর পর এ মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি। কোভিড সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে খুব একটা বাইরেও যাচ্ছিলেন না। এমনকী কারো সাথে দেখা সাক্ষাৎও খুব কম করছিলেন। শনিবার কলকাতায় ওই সংবাদমাধ্যমের অনুষ্ঠানে যোগ দেয়ার পর রোববারই লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আপাতত কোভিড আক্রান্ত অর্থনীতিবিদকে শান্তিনিকেতনেই থাকতে হবে।
সূত্র : সংবাদ প্রতিদিন

Related Articles

Leave a Reply

Back to top button