sliderস্থানীয়

রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ চেয়ে সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি : আগামী ২০২৫ সালের মধ্যে রাজনৈতিক দলগুলোতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতের লক্ষে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম। অপরাজিতা রাজশাহী প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কাররী শাহিনা লাইজুর সঞ্চালনায় মঙ্গলবার বেলা ১১টার দিকে নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীতে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন অপরাজিতা রাবিয়া বেগম। প্রকল্পের নানা বিষয় তুলে ধরেন অপরাজিতা প্রকল্প নাটোর জেলা শাখার সমন্বয়কারী মজিবুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও অপরাজিতা রুবিয়া বেগম, রাশিদা বেগম, মর্জিনা বেগম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ- ১৯৭২ অনুচ্ছেদে রাজনৈতিক দল গুলোর কেন্দ্রীয় কমিটিসহ সকল দলগুলোতে ৩৩ শতাংশ নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতের কথা বলা হলেও এখনও কোন দলই তা বাস্তবায়সন করতে পারেনি। কাজেই ২০২৫ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান বক্তারা। তবে এটি বাস্তবায়নে নির্বাচন কমিশন জোরালো ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তারা।
উল্লেখ্য, যদিও জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৩০ সালের মধ্যে সকল ক্ষেত্রে নারী অংশগ্রহণ ৫০% এ উন্নীতকরণের অঙ্গীকার করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button