পতাকা ডেস্ক: আজ গুলশানের হোটেল আমারিতে অত্যান্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজনীতিবিদ, কূটনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সম্মানে এবি পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপিসহ ৭ জানুয়ারী নির্বাচন বর্জনকারী প্রায় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঢাকায় কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু’র সঞ্চালনায় ইফতার মাহফিলে স্বাগত ভাষন দেন দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম। দলের আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী এতে সভাপতিত্ব করেন ও অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন।
দলের পক্ষ থেকে দেশের চলমান অগনতান্ত্রিক শাসন ব্যবস্থাকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য চরম হুমকি হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। গণতন্ত্রকামী বিশ্বের সাথে তাল মিলিয়ে শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সকল রাজনৈতিক পক্ষের একটি ঐক্যবদ্ধ নিয়মতান্ত্রিক আন্দোলনের উপর গুরুত্বোরোপ করা হয়।
ইফতার মাহফিলে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, পাকিস্তান, আইআরআই প্রতিনিধিদলসহ বিভিন্ন দেশের কূটনীতিকগণ অংশ নেন।
রাজনীতিকদের মধ্যে অংশ নেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণফোরাম সাধারণ সম্পাদক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন ‘এনডিএম’ চেয়ারম্যান ববি হাজ্জাজ, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, বিএনপি চেয়ারপার্সনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, গণ-অধিকার পরিষদের আহ্বায়ক কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি, বিএনপির কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, এনডিপি চেয়ারম্যান গোলাম মোর্ত্তুজা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, গনঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
সামরিক ও বেসামরিক আমলাদের মধ্যে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফট্যান্যান্ট জেনারেল (অব.) নাজিম উদ্দিন, সাবেক সচিব ইসমাঈল জবিউল্লাহ্, রাষ্ট্রপতির সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) এহতেশামুল হক, সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, সমর বিশেষজ্ঞ লে. ক. (অব.) দিদারুল আলম, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিন, লে. কর্ণেল (অব.) নাজিম উদ্দিন ও মেজর (অব.) ইমরান।
নাগরিক সমাজের প্রতিনিধিদের মাঝে উপস্থিত ছিলেন; বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোজাহেরুল হক, সামাজিক সংস্থা ব্রতী’র সিইও শারমিন মুরশিদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশীদ, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী আরজুমান্দ আরা বকুল, রাজনৈতিক বিশ্লেষক রুবী আমাতুল্লাহ্, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক প্রফেসর ড. আ.আ.ম আরিফ বিল্লাহ, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসিরুদ্দিন এলান, বিশিষ্ট অর্থপেডিক সার্জন প্রফেসর ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন, লেখক ও প্রকাশক জনাব সাঈদ বারী, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব এর মহাসচিব প্রকৌশলী আলমগীর হাসিন আহমেদ, বিএফইউজে’র সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, সিনিয়র সাংবাদিক এনাম আবেদীন, লোটন একরাম, প্রফেসর ড. নকীব মোহাম্মদ নাসরুল্লাহ, প্রফেসর ড. ওয়ারেসুল করীম, পরিবেশবিদ জাকির হোসেইন, আইন ও শালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফয়সাল ফারুক, বিবিসি বাংলার উপস্থাপক আকবর হোসেইন, সাবেক যুগ্ম সচিব জিয়া হাসান, রাষ্ট্র চিন্তার অর্থনীতি বিষয়ক সমন্বয়ক দিদারুল ইসলাম ভূইয়া, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আইসিএনএল’র বিশেষজ্ঞ পরামর্শক শারমীন খান, ব্যারিষ্টার হাসিন, তরুণ রাজনীতিক হুমাম কাদের চৌধুরী, বিশিষ্ট গনমাধ্যম ব্যক্তিত্ব সিনহা এম সাঈদ প্রমূখ।
এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমূল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সিনিয়র সহকারী সদস্য সচিব আব্দুল বাসেত মারজান, মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইন, উইমেন উইং সমন্বয়ক ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, সহকারী সদস্য সচিব সাঈদ নোমান, মেহেদী হাসান চৌধুরী পলাশ সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।