sliderশিক্ষাশিরোনাম

রাজধানীর বিভিন্ন ক্যাম্পাস থেকে একঝাঁক মেধাবী শিক্ষার্থীর ছাত্র জমিয়তে যোগদান

আবু তালহা তোফায়েল: দেশের কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষের শুরুতেই একঝাঁক মেধাবী শিক্ষার্থী আদর্শিক ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশে যোগদান করেছেন।

শুক্রবার (২৪ মে) সন্ধ্যায় পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন একঝাঁক তরুণ শিক্ষার্থী। এসময় তাঁরা জমিয়ত ও ছাত্র জমিয়ত সম্পর্কে বিভিন্ন বিষয় জানতে চাইলে একে একে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরপর তারা ছাত্র জমিয়তের আদর্শের প্রতি উদ্বুদ্ধ হয়ে প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন।

যোগদানকারী কাফেলা ছাত্র জমিয়ত নেতৃবৃন্দকে বলেন, আমরা দীর্ঘদিনযাবত ছাত্র জমিয়তের সকল কার্যক্রম পর্যবেক্ষণ করছি। তাদের নীতি-আদর্শ ও কর্মপদ্ধতি আমাদের ভালো লেগেছে, তাই আমরা ছাত্র জমিয়তে যোগদান করার লক্ষ্যে আজ কেন্দ্রীয় কার্যালয়ে এসেছি। আমরা আশ্বাস দিচ্ছি, আগামীতে সংগঠনের যেকোনো কর্মসূচিতে নিজেদের সর্বোচ্চ দিয়ে বাস্তবায়নের চেষ্টা করবো এবং আগামী দিনে ঢাকা মহানগরী’সহ দেশের সকল ইউনিটে ছাত্র জমিয়তের মজবুত ঘাঁটি গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাহমুদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ নূর হোসাইন, সহ সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি রফিকুল ইসলাম আইনী, অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর পর্বের সভাপতি মারুফ বিল্লাহ, নির্বাহী সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সহ সভাপতি কে এম তাহমীদ হাসান, মাহমুদুর রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button