
সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনায় পড়লে এক সেনা সদস্য নিহত ও ২১ সেনা সদস্য আহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম প্রিন্স। তিনি সেনাবাহিনীতে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন।
আহত সেনা সদস্যদের ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বৃহস্পতিবার সকালে সাভার সেনানিবাস থেকে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাওয়ার পথে ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হসপাতালের সামনে উল্টো পথে আসা এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।
আইএসপিআর আরো জানায়, ওই দুর্ঘটনায় সৈনিক প্রিন্স নামে একজন সেনাসদস্য ঘটনাস্থলেই মারা যান। ট্রাকে থাকা অবশিষ্ট ২১ সেনাসদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।