sliderআবহাওয়াশিরোনাম

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক : ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবক্ষণ কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল চার দশমিক ২।

রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৯ মিনিট ৫৬ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। বাংলাভিশনকে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী ম্যানেজার ইমাম হোসাইন।

তিনি জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৬৪ কিলোমিটার দূরে টাঙ্গাইল শহরে। যার অক্ষাংশ ২৪.২২ ডিগ্রি উত্তর, দ্রাঘিমা ৯০.০৫ ডিগ্রি পূর্ব (টাঙ্গাইল, বাংলাদেশ)। এ কম্পনের ফলে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজকি সেন্টার জানিয়েছে, কম্পনটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে।

এছাড়া একই সময় একই দিনে ৪.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ময়মনসিংহ জেলা। ভূমিকম্পের উৎপত্তিস্থল মুক্তাগাছ জেলা।

এর আগে গত ১৪ আগস্ট রাত ৮টা ৫০ মিনিটের দিকে রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

Related Articles

Leave a Reply

Back to top button