রাজধানীতে তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১০ লাখ টাকার ওষুধ জব্দ এবং সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান তিনটি হলো বাংলামোটরে জিএনসি ডিস্ট্রিবিউটর লিমিটেড, গ্রিন রোডে নিরাপদ ব্লাড ব্যাংক ও হাতিরপুলে দাই ফার্মাসিউটিক্যালস। বৃহস্পতিবার র্যাব-২ এর এএসপি মিজানুর রহমান মুন্সীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জিএনসি ডিস্ট্রিবিউটর লিমিটেড থেকে ১০ লাখ টাকার অবৈধ ওষুধ জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানে মালিক মঞ্জুরুল ইসলাম ও হুমায়ুন কবিরকে চার লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বিভিন্ন অভিযোগে নিরাপদ ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন সেন্টারের মালিক সিহাব উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড এবং দাই ফার্মাসিউটিক্যালস্রে মালিক সিহাব উদ্দিন ও মোক্তার হোসেনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়।