sliderস্থানিয়

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা

মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি প্রতিনিধি: ০৮ অক্টোবর, রাঙ্গামাটির আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার গুরুদায়িত্ব পালনকারী জেলা পুলিশের সদস্যদের পেশাগত দক্ষতা ও ব্যক্তিগত কল্যাণের বিষয়গুলো নিয়ে আজ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো মাসিক কল্যাণ সভা। পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার প্রতিটি ইউনিটের অফিসার ও ফোর্সেরা তাঁদের নানাবিধ সমস্যা তুলে ধরার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করেন।
​পুলিশ সুপার শুনলেন, দিলেন সমাধানের আশ্বাস পুলিশ লাইন্সের সুবিশাল মিলনায়তনে সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের উপস্থিতিতে সভাটি শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, পিপিএম । সভার মূল পর্বেই পুলিশ সুপার মহোদয় মনোযোগ দেন তৃণমূল পর্যায়ের সদস্যদের সমস্যার দিকে। বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা একে একে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক এবং দাপ্তরিক নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যার মধ্যে ছিল আবাসন, স্বাস্থ্যসেবা, লজিস্টিক সাপোর্ট ও পদোন্নতি-সংক্রান্ত বিষয়। ​পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে সমাধানের সুযোগ রয়েছে এমন কিছু সমস্যার সমাধান ঘোষণা করেন। অন্যদিকে,বৃহত্তর পরিসরে সমাধানের প্রয়োজন এমন সমস্যাগুলো দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। তাঁর এই মনোযোগ ও উদ্যোগ উপস্থিত সদস্যদের মধ্যে নতুন করে ভরসা ও উদ্দীপনা সঞ্চার করে।

পেশাদারিত্ব ও শৃঙ্খলার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ কল্যাণ সভার দ্বিতীয়ার্ধে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তাঁর বক্তব্যে পেশাদারিত্ব ও নৈতিকতার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, জনগণের বন্ধু হিসেবে পুলিশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে নৈতিক স্খলন রোধে সকলকে সদা সতর্ক থাকতে হবে।

ড.এস এম ফরহাদ হোসেন আরও জোর দেন প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা এবং কর্তৃপক্ষের আদেশ-নির্দেশের প্রতি আনুগত্যের উপর। তিনি বলেন, পুলিশের প্রতিটি সদস্যের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে ও পেশাদারিত্বের সহিত পালন করতে হবে। জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া, বুদ্ধিমত্তা ও মানবিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্যও তিনি সকল ফোর্সকে উৎসাহিত করেন। তিনি নিরাপত্তা বিষয়ক হালনাগাদ তথ্যাদি এবং প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্যও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও তাঁদের নিজ নিজ বিভাগীয় কাজের অগ্রগতির কথা তুলে ধরেন এবং পুলিশ সুপারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। মাসিক কল্যাণ সভাটি শুধু সমস্যা সমাধানের মঞ্চ নয়, বরং এটি যেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের সদস্যদের মধ্যে একতা, কর্মোদ্দীপনা এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ঐক্যবদ্ধতার বার্তা নিয়ে আসে। পুলিশ সুপার মহোদয়ের আন্তরিকতা ও প্রশাসনিক কঠোরতা—এই দুইয়ের সংমিশ্রণেই জেলা পুলিশকে আরও গতিশীল করার একটি প্রত্যয় এই সভার মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে।
​সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে সভাটিকে সফল করে তোলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button