sliderস্থানীয়

রাঙ্গামাটিতে সাব্বিরের হাত ধরে শতাধিক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্রের ছাত্রদলে যোগদান

মোঃ হাবীব আজম, রাঙ্গামাটি প্রতিনিধি : জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বিরের হাতে ফুল দিয়ে রাঙ্গামাটিতে শতাধিক ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রদলে যোগদান করেছে। শুক্রবার জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তারা ছাত্রদলে যোগদান করে।
যোগদান ঘিরে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির, জেলার সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল উদ্দীন, সহ-সভাপতি খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু, যুগ্ম সম্পাদক মো. সাজ্জাদ, সদর থানা ছাত্রদলের আহ্বায়ক আবুল বশর, সদস্য সচিব মাহমুদুল হাসান জুয়েল, কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন জনি, জেলার আপ্যায়ন বিষয়ক সম্পাদক সানি আহমেদ।


আলোচনা সভা সঞ্চালনা করেন- কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য গালিব হাসান, ছাত্রনেতা ওমর মোর্শেদ। যোগদানকারীদের পক্ষে বক্তব্য রাখেন- অনুপ চাকমা ও দীলিপ চাকমা।
পরে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে, সিলেট সহ দেশের মানুষ বন্যার কারণে যেখানে দুর্বিসহ জীবন পার করছে, সেখানে সরকার কোটি কোটি টাকা ব্যয় করে আনন্দ উৎসবে ব্যস্ত। অথচ বন্যার্তরা ঠিক মত ত্রাণ পাচ্ছে না।
বক্তরা আরো বলেন, আগামীদিনে কঠিন চ্যালেন্জ মোকাবিলা করতে হবে, রাজপথে আন্দোলন সংগ্রামে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে তৈরী থাকতে হবে।
বক্তরা দু:সময়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্রদের ছাত্রদলের যোগ দেয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button