মোঃ হাবীব আজম, রাঙামাটি প্রতিনিধি : পার্বত্য চট্টগ্রাম (রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান) ৩ জেলায় নিরাপত্তা জোরদার করার জন্য রাঙামাটিতে স্থাপিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যক্রম শুরু করেছে।
গতকাল ১জুলাই শুক্রবার থেকে রাঙামাটি শহরে তাদের কার্যক্রম শুরু করেছে। রাঙামাটি এপিবিএন ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (১) ফজলুর করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির অংশ হিসেবে সেনাবাহিনী ক্যাম্প ছেড়ে চলে এসেছে। কিন্তু সেনাবাহিনী অনুপস্থিতিতে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সন্ত্রাসবাদ কার্যক্রম শুরু করতে পারে, যার সুযোগ দিবেনা বাংলাদেশ। এজন্যই সেখানে এপিবিএন মোতায়েন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
আপাতত ২০০ সদস্য নিয়ে দুটি টহল দল শহর এলাকায় কাজ করবে। জনবল ও প্রয়োজনীয় গাড়িসহ আনুসাঙ্গিক সরঞ্জাম পাওয়ার পর পুরোদমে কাজ শুরু হবে।
উল্লেখ্য ১৯৯৭ সালের ঐতিহাসিক শান্তিচুক্তির আলোকে তিন পার্বত্য জেলা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩৮টি ক্যাম্প প্রত্যাহার করা হয়।
পার্বত্য শান্তি চুক্তির পরে শর্তানুসারে ইতিমধ্যেই পার্বত্য চট্টগ্রাম থেকে বাংলাদেশ সেনা বাহিনীর ২৩৮টি ক্যাম্প প্রত্যাহার করা হয়।
কিন্তু এরপরেও পার্বত্য চট্টগ্রামে খুন, গুম, অপহরণ, চাঁদাবাজি, বন্ধ না হওয়ায় পাহাড়ে অব্যাহত সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা কমাতে এবং চাঁদাবাজি, ভাতৃঘাতি সংঘাত নিরসনসহ স্থানীয় জনসাধারনের জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীগোষ্ঠির অপতৎপরতা বন্ধে পাহাড়ে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্পগুলোতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্যদের দিয়ে ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার। তারই ধারাবাহিকতায় গত ২৬ মে রাঙামাটি পুলিশ লাইনসে এপিবিএনের বিভিন্ন কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে শান্তিচুক্তি অনুযায়ী সেনাবাহিনী যেসব ক্যাম্প ছেড়ে এসেছে, সেসব জায়গায় এপিবিএন মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
সেদিন বৃহস্পতিবার (২৬ মে) স্বরাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদকে সাথে নিয়ে সকালে রাঙামাটি পুলিশ লাইন্সে ১৮ এপিবিএন রাঙমাটি, ১৯ এপিবিএন বান্দরবান এবং ২০ এপিবিএন খাগড়াছড়ির সদর দপ্তর এবং ডিআইজি, এপিবিএন (পার্বত্য জেলাসমূহ)-এর কার্যালয়ের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছিলো। তারই ধারাবাহিকতায় ৩৫ দিন পর পহেলা জুলাই রাঙামাটি শহরে এপিবিএন এর দুইশো সদস্য টহল কার্যক্রম শুরু করেছে।